ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

'দেশের বাইরে বাংলাদেশের ভক্ত আমি'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৫ ২১:৫৩:০৯
'দেশের বাইরে বাংলাদেশের ভক্ত আমি'

টেস্টের দুটি ম্যাচের মধ্যে একটিতেও ক্যারিবিয়ানদের সামনে লড়াই করতে পারেনি সাকিব আল হাসানের দল। বিশেষ করে প্রথম টেস্টে ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জা কখনোই ভুলবার নয়।

টাইগারদের এই বিবর্ণ পারফর্মেন্স যারপরনাই অবাক করেছে সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তী এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপকে। নিজ দেশের বাইরে বাংলাদেশ দলের দারুণ ভক্ত তিনি।

আর সেই বাংলাদেশের এরূপ অবস্থায় নিতান্তই হতাশ হয়েছেন তিনি। উপমহাদেশের দলগুলোর সাথে নিজের আত্মিক একটি সম্পর্ক আছে বলেও উল্লেখ করেছেন উইন্ডিজদের এই সাবেক ক্রিকেটার। বিশপ বলেন,

'আমি হতাশ হয়েছিলাম। হতাশ হয়েছিলাম এ কারণে, ওয়েস্ট ইন্ডিজের বাইরে আমি যে কটি দলের ভীষণ ভক্ত বাংলাদেশ তার একটি। উপমহাদেশের দলের সঙ্গে আমার একটা যোগ আছে। এই দলগুলোর প্রতি তাই আলাদা একটা টান কাজ করে।'

সাকিব, তামিম, মাহমুদুল্লাহরা ৫০ ওভারও ব্যাটিং করতে পারবে না সেটি ঘুণাক্ষরেও ভাবেননি বিশপ। আর সেই কারণেই বেশি খারাপ লেগেছে তার। ক্যারিবিয়ান এই কিংবদন্তির ভাষ্যমতে,

'অবশ্যই চাইব ওয়েস্ট ইন্ডিজ জিতুক। তবে বাংলাদেশের রেকর্ডও তো খারাপ নয়। মোটেও আশা করিনি সাকিব-তামিম-মাহমুদউল্লাহ এবং মুশফিক ৫০ ওভার ব্যাটিং করতে পারবে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে