ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

গেইল উইকেটে থাকলে সাকিব বল করতে কি ভয় পান?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৫ ১৬:২৩:২৬
গেইল উইকেটে থাকলে সাকিব বল করতে কি ভয় পান?

বাঁহাতি স্পিনারদের তুলোধুনো করতে খ্যাতি আছে গেইলের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘বাঁহাতি স্পিনার পেলে গেইল মারবেই। আর গেইল মারলে কী হয়, তা তো দেখেনই। তা ছাড়া আমাকে কেন, বিশ্বের কোনো বাঁহাতি স্পিনারকেই ও ছাড়ে না। হয়তো এ কারণে…’

এ বিষয়ে সাকিব আরও বলেন, ‘এটা শুধু আমরা না, এখন বিশ্ব ক্রিকেটে সব দলই করে। আর আমি যে বাঁহাতি ব্যাটসম্যানকে বল করিই না, তা কিন্তু না। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করেছি। আইপিএলে সব দলেই বাঁহাতি ব্যাটসম্যান আছে। আমি ওদেরও বোলিং করি। কিন্তু গেইল আলাদা ব্যাপার!’

আজ দিবাগত রাত সাড়ে বারো টায় উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি এবং চ্যানেল নাইন। এছাড়াও ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে rabbitholebd.com।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে