ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

তামিমের আক্ষেপ যদি মুশফিকের হতে পারতাম!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৫ ১৩:৪৬:০৮
তামিমের আক্ষেপ যদি মুশফিকের হতে পারতাম!

মুশফিকের সিরিয়াসনেস নিয়ে তামিম বলেন, ‘মুশফিকের সিরিয়াসনেস নিয়ে অনেকে অনেক কথা বলেন। হতে পারে একটু কম সিরিয়াস হলে ভালো হতো। কিন্তু বিষয়টি অন্যভাবে যদি দেখেন তাহলে মুশফিকের এই সিরিয়াসনেসটাই তো ভালো।’

কেন ভালো? তিনি উত্তরে বলেন, ‘একটা ছেলে বছরের পর বছর প্রতিটি ম্যাচে নিজের ব্যর্থতায় মন খারাপ করছে, আরো বেশি প্র্যাকটিস করছে—এটা তো খারাপ কিছু না। এটাই ওকে আরো ভালো খেলার জন্য তৈরি করেছে।’

মুশফিকের মতো যদি হতে পারতাম; আক্ষেপ নিয়ে ওপেনার বলেন, সেটি মুশফিকের মত হতে না পারার। বাঁহাতি ওপেনার বলেন, ‘বেশি না, গত চার-পাঁচ বছরে ওর পরিসংখ্যান দেখুন। রানগড়, স্ট্রাইকরেট সবই বেড়েছে। আর ভাই, একেকজন মানুষ একেক রকম। ওকে দেখে আমার মনে হয় ওর মতো প্যাশনেট যদি হতে পারতাম!’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে