ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আজকের ম্যাচ পরিত্যাক্তও হতে পারে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৫ ১২:০৬:৩২
আজকের ম্যাচ পরিত্যাক্তও হতে পারে

প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ দল। যেকারণে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। আর দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে হওয়ার কারণে সুবিধা পেতেই পারে টাইগাররা।

কারণ উইকেটে খুব বেশী একটা পরিবর্তন আসবেনা। যদি একই উইকেটে খেলা হয় তাহলে ব্যাটসম্যানদেরকে দেখে শুনে খেলতে হবে শুরু থেকেই। শুরুতে বোলাররা সুবিধা পেলেও উইকেটে থিতু হতে পারলে রান করা সম্ভব।

যার প্রমান দিয়েছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। প্রথম ম্যাচের পর তামিম জানিয়েছিলেন, প্রথম ২৫ ওভার ব্যাট করতে করতে অনেক কষ্ট করতে হয়েছে তাদের।

বল সুইং করছিল, সেই সঙ্গে ব্যাটে বল আসতে সময় নিচ্ছিল। যেকারণে সেট হতে পারলে এই উইকেটে রান করা সম্ভব। আর দ্বিতীয় ওয়ানডেতে একই মন্ত্র নিয়েই মাঠে নামবে টাইগাররা।

তবে উইকেট থেকে সুবিধা পাবেন বোলাররা। যার প্রমান দিয়েছেন মাশরাফি বিন মর্তোজা এবং মুস্তাফিজুর রহমান। বল থেমে যাওয়ার কারণে ব্যাটসম্যানরা ভুল শট খেলে উইকেট দিয়ে আসতে পারেন প্রতিপক্ষকে।

আর ক্রিকইনফো থেকে জানা গিয়েছে দ্বিতীয় ম্যাচেও উইকেট থেকে টার্ন এবং বাউন্স পাবেন বোলাররা। আর দ্বিতীয় ইনিংসে বোলিং করে বেশী সুবিধা নিতে পারবে বোলাররা।

সেই সঙ্গে আবাহাওয়ার দিকটাও বিবেচনায় রাখতে হবে মাশরাফিদের। কারন ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে দ্বিতীয় ওয়ানডেতে। যেকারণে ম্যাচ পরিত্যাক্তও হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে