ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ব্যাপক পরিবর্তন আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৫ ১১:৩৫:৪৪
ব্যাপক পরিবর্তন আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে শ্রীলঙ্কান ওপেনার করুনারত্নে ৩৫৬ রানের দেখা পেয়েছেন। এরই ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। বর্তমানে সাত নাম্বার অবস্থানে রয়েছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৫৪।

তার সামনে রয়েছেন ভারতীয় টেস্ট স্পেশালিস্ট পূজারা। করুনারত্নের চেয়ে ৪৫ রেটিং পয়েন্ট বেশি নিয়ে ছয়ে অবস্থান করছেন তিনি। তবে শীর্ষস্থানেই রয়েছে অস্ট্রেলিয়ার ‘নিষিদ্ধ’ অধিনায়ক স্টিভেন স্মিথ। শীর্ষে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৯২৯। তার থেকে ২৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক কোহলি।

অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। এতদিন বোলারদের শীর্ষস্থানে ছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। কিন্তু এবার শীর্ষস্থান হারালেন তিনি। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন ইংলিশ পেসার জেমস এন্ডারসন। অন্যদিকে ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে এসেছেন রাবাদা। অন্যদিকে তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে রয়েছেন জাদেজা-পিলিন্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে