ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজে 'বাংলাদেশ' খুঁজে পেয়েছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৫ ০১:১০:০৮
ওয়েস্ট ইন্ডিজে 'বাংলাদেশ' খুঁজে পেয়েছেন সাকিব

'আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে শুধু গায়ানার উইকেটই স্পিন সহায়ক হয়। এখানের ঘাস-মাটি সবই দেখবেন বাংলাদেশের মতো (হাসি)। আমাদের জন্য এটা ইতিবাচক দিক। এখানে দুটি ম্যাচ (প্রস্তুতি ম্যাচ সহ) খেলেছি দুটিতেই ভালো করেছি।

'এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। দলের তো চিন্তা থাকেই জয়ের ব্যাপারে। আমরা যখন খেলতে নামি তখন প্রতিটি ম্যাচই জেতার জন্য নামি।'

তবে এই ম্যাচে জয় পাওয়াটা কঠিন হবে, মানছেন সাকিব। কেননা ম্যাচটি জিতে সিরিজে সমতা আনতে চাইবে ওয়েস্টইন্ডিজও। এদিক দিয়ে কিছুটা সচেতন সাকিব।

একইসাথে দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করতে চান তিনি। আর এরপরের লক্ষ্য থাকবে সিরিজের শেষ ম্যাচটিও জিতে নেওয়া। ম্যাচের আগের দিন মিডিয়ার সামনে তিনি আরও জানান,

'আমাদের আরও বেশি ভালো খেলতে হবে। কেননা আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ আরও জোরালো ভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। কাল যদি জিততে পারি তাহলে এর পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে না।

'অবশ্যই আমরা চাইবো সেই ম্যাচটিও (তৃতীয় ওয়ানডে) জিততে। সেন্ট কিটসে অবশ্য একই রকম উইকেট থাকবে, সেখানেও রান হবে মনে হচ্ছে, ওরা একটু এগিয়ে থাকবে। চেষ্টা থাকবে এখানেই সিরিজ জেতার।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে