ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

‘মনে রেখো, সেরাটা এখনো আসেনি!’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৫ ০০:৪৬:৩৬
‘মনে রেখো, সেরাটা এখনো আসেনি!’

তামিম ইকবালের অপরাজিত ১৩০, সাকিব আল হাসানের ৯৭ এবং মাশরাফির ৪ উইকেটে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।খারাপ সময়ে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন বাংলাদেশ ওয়ানডে দলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২৪ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এ আমাদের সময়টা ভাল যাচ্ছিল না। টেস্ট সিরিজ হারার পর সবাই মানসিকভাবে ভাল ছিল না। কিন্তু সবার মনে এই বিশ্বাস ছিল যে আমাদের ভাল খেলার সামর্থ্য আছে। আমরা যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারি। আমাদের দিনে আমরা যেকোনো কিছু করার সামর্থ্য রাখি। ওয়েস্ট ইন্ডিজ এ প্রথম ওয়ানডেতে আমরা নিজেদেরকে ফিরে পেয়েছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের দলের সবাইকে এবং সকল দর্শকদের যারা সব সময় আমাদের পাশে থেকেছে।’

নিচে আলাদা করে মাশরাফি আরও লিখেছেন, ‘মনে রেখো, সেরাটা এখনো আসেনি!’

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও একই মাঠ গায়ানায় আগামী ২৫ জুলাই বুধবার বাংলাদেশ সময় রাত ১২ টা ৩০ মিনিটে (২৬ জুলাই ০০.৩০ মিনিট) মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে