ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিশু নির্যাতনকারী পাষণ্ড দম্পতির স্বামীর রিমান্ড, স্ত্রী অন্তঃসত্ত্বা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৪ ১৬:২৪:১৭
শিশু নির্যাতনকারী পাষণ্ড দম্পতির স্বামীর রিমান্ড, স্ত্রী অন্তঃসত্ত্বা

সোমবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। কোর্ট পুলিশের এসআই হানিফ বলেন, রোববার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জামানের আদালত মাহির জবানবন্দি গ্রহণ করে অভিভাবক না পাওয়ায় তাকে শিশু কিশোর উন্নয়ন সংশোধনাগার গাজীপুরে নিরাপদ হেফাজতে পাঠিয়েছে।

শুক্রবার রাতে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয় লোকজন ওই দম্পতির বাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জাকির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দম্পতির বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াশ জানান, ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকার শহীদুল্লাহর বাড়ির ভাড়াটিয়া আতাউল্লাহ খোকন ও উর্মি আক্তারের বাসায় ৩ মাস ধরে পিতা-মাতাহীন শিশু মাহিকে গৃহপরিচারিকা হিসেবে কাজে নেয়। এরপর থেকে শিশুটিকে প্রায় সময় বাসায় মারধর করত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে