ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

এবার টি টেন লীগেও খেলবেন রাশিদ খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৪ ১৪:৪৩:৫৬
এবার টি টেন লীগেও খেলবেন রাশিদ খান

চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে এবার দল বাড়িয়ে ছয়টির পরিবর্তে আটটি করা হয়েছে। ইতিমধ্যে ফ্র্যাঞ্জাইজিগুলো সংক্ষিপ্ত ড্রাফটের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ পাঁচজন ক্রিকেটার নির্বাচনও করে ফেলেছে।

রাশিদ খান এবং ব্রেন্ডন ম্যাককালামকে আইকন প্লেয়ার হিসেবে দলে নিয়েছে যথাক্রমে মারাঠা অ্যারাবিয়ানস ও রাজপুতস। ম্যাককালামের সতীর্থ হিসেবে রাজপুতসের হয়ে খেলবেন ক্রিস লিন। নর্দান ওয়ারিয়র্সে স্বদেশী সতীর্থ ড্যারেন স্যামির সাথে খেলবেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এছাড়া শহীদ আফ্রিদি, ইয়ন মরগান, শেন ওয়াটসনের মতো বিশ্ব মানের ক্রিকেটাররাও এ লীগে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাবেন। আগামী সেপ্টেম্বরের দুই তারিখ অনুষ্ঠিতব্য ড্রাফটের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে এগার সদস্যের দল গঠন করবে দলগুলো।

পাঠকদের জানার সুবিধার্থে নিম্নে দলগুলোর নির্বাচিত ক্রিকেটারদের একটি তালিকা দেয়া হল।

মারাঠা অ্যারাবিয়ানস: রশিদ খান (আইকন), জেমস ফকনার, অ্যালেক্স হেলস, ডোয়াইন ব্রাভো, কামরান আকমল

পাখতুনস: শহীদ আফ্রিদি (আইকন), কলিন ইনগ্রাম, ডেভিড উইলি, মোহাম্মদ ইরফান, লিয়াম ডওসন

বেঙ্গল টাইগার্স: সুনিল নারিন (আইকন), জেসন রয়, স্যাম বিলিংস, আসিফ আলী, মুজিব উর রহমান

পাঞ্জাব লিজেন্ডস: শোয়েব মালিক (আইকন), এভিন লুইস, ক্রিস জর্ডান, লুক রঙ্কি, লিয়াম প্লাঙ্কেট

কেরালা কিংস: ইয়ন মরগান (আইকন), কাইরন পোলার্ড, সোহেল তানভির, পল স্টার্লিং, দাশুন শানাকা

রাজপুতস: ব্রেন্ডন ম্যাককালাম (আইকন), মোহাম্মদ হাফিজ, রাইলি রুশো, ক্রিস লিন, মোহাম্মদ শাহজাদ

নর্দান ওয়ারিয়র্স: ড্যারেন স্যামি (আইকন), আন্দ্রে রাসেল, ডোয়াইন স্মিথ, ওয়াহাব রিয়াজ, নিকোলাস পুরান

করাচিয়ানস: শেন ওয়াটসন (আইকন), জোফরা আর্চার, অ্যান্টন ডেভচিছ, কলিন ডি গ্র্যান্ডহোম, বেন লাফলিন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে