ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

জাতীয় দলে ফেরার এটাই দারুন সুয়োগ সৌম্য সরকার এবং তাসকিন অাহমেদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৪ ১৪:৩৯:৪৭
জাতীয় দলে ফেরার এটাই দারুন সুয়োগ সৌম্য সরকার এবং তাসকিন অাহমেদের

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। অন্যদিকে একই অবস্থা সৌম্য সরকারের। সর্বশেষ ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজ ওয়ানডে খেলেছেন তিনি। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেললো ব্যাট হাতে বরাবরই ব্যর্থ তিনি।

শ্রীলংকার বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ শেষে আগামী শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ এ দল।

আর এই সিরিজকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি থেকে দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। এছাড়াও ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মমিনুল হককে। বাংলাদেশ এ দলের হয়ে টি-টোয়েন্টি নেতৃত্ব দেবেন ওপেনার সৌম্য সরকার। এছাড়াও জাতীয় দল থেকে ফিরে আসা নাজমুল হোসেন শান্ত নুরুল হাসান সোহান খেলবেন এ দলের হয়ে।

আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সময়সূচি

প্রথম ওয়ানডে ১ আগস্টদ্বিতীয় ওয়ানডে ২ আগস্টতৃতীয় ওয়ানডে ৫ আগস্টচতুর্থ ওয়ানডে ৮ আগস্টপঞ্চম ওয়ানডে ১০ আগস্ট

প্রথম টি-টোয়েন্টি ১৩ আগস্টদ্বিতীয় টি-টোয়েন্টি ১৫ আগস্টদ্বিতীয় টি-টোয়েন্টি ১৭ আগস্ট

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (ওয়ানডে সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে