ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ডুবোপ্রেমে ভাসছেন আসিফ-সামিরা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৪ ১৪:৩০:৩৪
ডুবোপ্রেমে ভাসছেন আসিফ-সামিরা

'ডুবোপ্রেম' গানটি লিখেছেন নীহার আহমেদ। সুর করেছেন প্লাবন কোরেশী আর সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। ভিডিওটি পরিচালনা করেছেন বিকে শাহীন খান। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন আসিফ আকবর, শান, রেহমান আরিফ, তরুণ মুন্সী, জাহিদ বাশার পংকজ, প্লাবন কোরেশী, নীহার আহমেদ,জেডএস এর কর্ণধার ও মডেল সামিয়া হক প্রমুখ।

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ গানটিতে আমার শ্রোতা-দর্শকরা ভিন্ন টেস্ট পাবেন। অডিওতে রয়েছে দারুণ কথামালার বক্তব্য আর ভিডিওতে রয়েছে ফিল্মি ঢংয়ের অভিনয়, নাচ ও এক্সপ্রেশন। সব মিলিয়ে নতুন চমক রয়েছে গানের ভিডিওটিতে।’

এ গানের মডেল সামিয়া হক বলেন,‘আসিফ আকবর ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা দারুন সৌভাগ্যের। সেইসঙ্গে তার গান দিয়েই জেডএস এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু হলো। আশা করছি আমরা ইন্ডাস্ট্রিকে ভিন্ন কিছু উপহার দিতে পারবো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে