ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ন্যান্সির গানে আশফাক-লিয়ানা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৪ ১৪:২৯:০৬
ন্যান্সির গানে আশফাক-লিয়ানা

এবার কন্ঠশিল্পী ন্যান্সির গানে মডেল হয়ে আসছেন তিনি। মাঝে কয়েক মাস মডেলিং থেকে দূরে ছিলেন। এখন আবারও নিয়মিত হয়েছেন । সম্প্রতি 'মন শুধু চাই' শিরোনামের এ গানটির ভিডিও চিত্রায়ন করা হয় কক্সবাজারের মনোরম লোকেশনে। এ গানে লিয়ানার সাথে মডেল হয়েছেন আশফাক রানা। গানটির ভিডিও নির্মাণ করেন ওসমান মিরাজ।

'মন শুধু চাই' শিরোনামের এ গানটির কথা লিখেছেন বিলিয়ান বিপু এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি। ন্যান্সির সাথে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আবিদ রনি।

লিয়ানা লিয়া বলেন, ‘প্রথমবার ন্যান্সি আপুর গানে কাজ করেছি। মিষ্টি কথার রোমান্টিক একটা গান। কাজটা করে ভীষণ ভালো লেগেছে আমার। মাঝখানে কিছুদিন কাজ করি নি। এখন আবারও কাজ শুরু করেছি। শিগগিরই এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে