ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

দুই টালি সুন্দরীর নজরে শাকিব খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৪ ০০:১২:১০
দুই টালি সুন্দরীর নজরে শাকিব খান

‘নাকাব’র মাধম্যে শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন নুসরত এবং সায়ন্তিকা। একেবারে ফ্রেশ পেয়ারিং, নতুন স্ক্রিপ্ট নিয়ে হাজির রাজীব কুমার।

ছবিটি যে অ্যাকশনে ভরপুর হবে তা পোস্টার দেখেই অনুমান করা যাচ্ছে। তবে দুই গ্ল্যামার ক্যুইনের মধ্যে কাকে শাকিবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে, সেটা সময়ই বলে দেবে। ভক্তদের দাবি, ত্রিকোণ প্রেম গড়ে উঠবে তাদের কেন্দ্র করে। যদিও ত্রিকোণ প্রেম ছবি মূল বিষয়বস্তু নাও হতে পারে।

সূত্রের খবর, ছবিতে দুই অভিনেত্রীর সঙ্গেই রোম্যান্স করবেন শাকিব। টালিউডে শাকিব একের পর এক হিট ছবি করে চলেছেন। এরই মধ্যে একটা ভালোই ফ্যানবেস তৈরি হয়েছে শাকিবের এবং বাংলাদেশে তার ভক্তরা অগণিত তা আর বলার অপেক্ষা রাখে না।

নুসরাত এবং সায়ন্তিকা দু’জনেই খুব এক্সাইটেড শাকিবের সঙ্গে কাজ করার জন্য। নুসরতের কথায়, শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে। ওনার মধ্যে সবথেকে ভালো জিনিসটা হল ওনাকে কিছু বুঝিয়ে দিতে লাগে না। এমনকি অন্যকারও ভুল সেটাও ধরিয়ে দেন। সব মিলিয়ে উনি একজন ভীষণ ভালো মানুষ। তার অভিনয়, লুকস, ব্যবহার, কাজ সবকিছু সুন্দর।

অন্যদিকে সায়ন্তিকা জানিয়েছেন, আমি শাকিবকে দেখে একেবারে মুগ্ধ৷ ওনার অভিনয়ই আমায় মুগ্ধ করেছে। আর শাকিবের হাসিটা সেরা। বেশ লাজুক লাজুক।

বোঝাই যাচ্ছে দুই নায়িকাই শাকিবের ভক্ত। ছবির গোটা টিম আশা করে আছেন দর্শকদের তাদের রসায়ন ভালো লাগবে। কারণ এ প্রথম শাকিব এই দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন। স্বাভাবিকভাবেই নার্ভাসনেসটা বেশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে