ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৌদি যুবরাজের হয়ে কাজ করতে ১২ মিলিয়ন ডলার নিলেন ব্লেয়ার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১৯:২৯:১৭
সৌদি যুবরাজের হয়ে কাজ করতে ১২ মিলিয়ন ডলার নিলেন ব্লেয়ার

রোববার টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, অনেকটা গোপনেই এ চুক্তি স্বাক্ষরিত হয়। টনি ব্লেয়ারের ইন্সটিটিউট অব গ্লোবাল চেঞ্জের মাধ্যমে আরব রাষ্ট্রটির এ স্বপ্নযাত্রা নিয়ে প্রচারণা চালানো হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে প্রতিষ্ঠিত টনি ব্লেয়ার ইনস্টিটিউট (টিবিআই) গত জানুয়ারিতে ৯.৯ মিলিয়ন ডলার গ্রহণ করে। বিশ্বব্যাপী প্রচারণা চালানোর জন্য মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠানটির কার্যক্রমে এ অর্থ খরচ করা হবে বলে জানা গেছে। এখন পর্যন্ত এ অর্থ ১২ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

সৌদি রাষ্ট্রের আধুনিকায়নের জন্য যুবরাজ সালমানের এ উচ্চাভিলাষী কর্মসূচির অলাভজনক ভিত্তিতে প্রচারণার ব্যাপারে সম্মতি হয়েছে ব্লেয়ার গ্রুপ।

তবে টিবিআই ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ধরণের সংবাদ বা তথ্য দেয়া হয়নি। ব্লেয়ারের অফিস জানাচ্ছে, তারা অনুদান বা অনুদানকারী সম্পর্কে কোনো তথ্য দেয়ার এখতিয়ার তাদের নাই।

এ ছাড়া সৌদি সরকার কিংবা রাজপরিবারের কারও সাথে টনি ব্লেয়ারের কোনো ধরণের চুক্তির বিষয় নিয়েও আলোচনা করতে অস্বীকৃতি জানায় তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে