ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

উত্তমের প্রিয় নারী কে?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১৬:৩৯:১৯
উত্তমের প্রিয় নারী কে?

আরও একটা ২৪জুলাই চলে আসছে। ১৯৮০-এর ২৪জুলাই প্রয়াত হন বাঙালির এই মহানায়ক। কিন্তু এখনও তিনি রয়েছেন বাঙালির মননে।

উত্তম কুমারের প্রয়াণ দিবসের আগে তাকে নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করলেন তার নাতনি জামাই ভাস্বর চট্টোপাধ্যায়। উত্তমের নাতনি নবমিতার সঙ্গে বিয়ের সূত্রে ভাস্বর এই পরিবারের জামাই। উত্তমের নাতনি জামাই।

না! মহানায়ককে দেখেননি ভাস্বর। তবে টালিগঞ্জের বাড়িতে উত্তমের স্মৃতি সব জায়গায়। শ্বশুরবাড়ির গুরুজনদের কাছ থেকে উত্তমকে নিয়ে অনেক ঘটনা শুনেছেন তিনি। যা শেয়ার করলেন আমাদের সঙ্গে।

উত্তমের প্রিয় নারী কে? এই প্রশ্নের উত্তরে ভাস্বর বললেন, ‘মা। মা ছিলেন তার প্রিয় নারী। মায়ের প্রতি যে যত্ন আর ভালবাসার কথা শুনেছি তাতে মা ছাড়া আর কারও কথা ভাবা যায় না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে