ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আইরিশদের বিপক্ষে  টাইগারদের অধিনায়ক মমিনুল হক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১৪:৫২:৩৮
আইরিশদের বিপক্ষে  টাইগারদের অধিনায়ক মমিনুল হক

আর টি-টুয়েন্টিতে টাইগারদের নেতৃত্ব দেয়ার জন্য অধিনায়ক করা হয়েছে সৌম্য সরকারকে। এদিকে ওয়ানডে দলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই বাঁহাতি ওপেনার।

আয়ারল্যান্ডে ৫টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আগামী শনিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল।

এছাড়াও চোট কাটিয়ে 'এ' দলে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। আছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে খেলে আসা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের দলেও থাকা নাজমুল হোসেন শান্ত।

১ অগাস্ট শুরু হবে ৫ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ। ১৩ অগাস্ট থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (ওয়ানডে সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে