ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১৪:৪৯:০৭
সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

নিহতের কর্মস্থলের অন্য বাংলাদেশিরা জানান, তিনি পেট্রোল পাম্প থেকে এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির চলন্ত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা সংলগ্ন সাত বাড়ির আবুল খায়েরের ৫ম সন্তান আল আমিন নুর করিম।

দীর্ঘ ১৩ বছর প্রবাস জীবন কাটিয়ে রবিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন। তার সঙ্গে কাজ করেন একই এলাকার আলমগীর, সাইফুল্লাহ, কামরুল হাসান সহ অনেকে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, নুর করিম একজন ধার্মীক কর্মবন্ধু ছিলেন তাদের। তার মৃত্যুতে তুয়েল প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

নিহতের মরদেহ তুয়েল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে