ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

চাপের মুখে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেন সাকিব(ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১২:৫২:৪৮
চাপের মুখে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেন সাকিব(ভিডিও)

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার এনামুল হক বিজয়কে হারায় টাইগাররা।তিন নম্বরে ব্যাট করতে নেমে তামিমকে নিয়ে বাংলাদেশের শুরুর ধাক্কা সামাল দেন সাকিব।কিছুটা ধীরগতিতে রান তুললেও পরবর্তীতে সেটা পূরণ করে দেন দুজনই।

১৪৭ বলে প্রথমবারের মতো উইন্ডিজের মাটিতে ১০০ রানের পার্টনারশিপ গড়ার রেকর্ড গড়ার পর দ্বিতীয় উইকেট সবোচ্চ রানের ও রেকর্ড গড়েন দুজন। পাশাপাশি তুলে অর্ধশতক পূরণ করেন।৬৮ বলে ক্যারিয়ারের ৩৮ তম অর্ধশতক তুলে নেন সাকিব।৮৭ বলে তামিম তুলে নেন ক্যারিয়ারের ৪২ তম অর্ধশতক।

অর্শতকের পর সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন দু ব্যাটসম্যানই।কিন্তু ইনিংসের ৪৫ তম ওভারে বিশুর বলে ছক্কা হাকিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে হেটামায়ারের হাতে ক্যাচ দিয়ে ১২১ বলে ৯৭ রান করে ফিরে যান সাকিব। তবে সাকিব আউট হলেও সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল।

সাকিবের ৯৭ রানের দুর্দান্ত ইনিংস

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে