ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

জার্মান ফুটবলকে বিদায় জানালেন ওজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১২:২০:১৪
জার্মান ফুটবলকে বিদায় জানালেন ওজিল

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গেল বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর বিশ্বকাপে দলের এমন ভরাডুবির জন্য ওজিলকেই দায়ী করছেন সবাই। তাছাড়া লন্ডনে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের সঙ্গে একই ছবিতে ফ্রেমবন্দি হওয়ার পর ওজিলকে নিয়ে সমালোচনার মাত্রাটা আরো বেড়ে যায়। এই জন্য অভিমানে জাতীয় দল থেকে অবসরে যেতে বাধ্য হলেন এই তারকা ফুটবলার।

বিদায় বেলায় এরদোয়ানের সঙ্গে তোলা ছবি নিয়ে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার জানান,‘রাজনৈতিক কোন কারণ ছিল না ওই ছবির মাঝে। আমার পূর্বপুরুষের দেশের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলেছি ওই দেশের সঙ্গে আমার সম্পর্কের সম্মানের জায়গা থেকে।’

জার্মানির জাতীয় দলের হয়ে খেলা ৯২ টি ম্যাচ খেলেছেন ওজিল। যার মধ্যে তিনি করেছেন ২৩টি গোল। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে