ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

প্রথম ওয়ানডেতে জয় পেয়ে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১২:০৩:৪৩
প্রথম ওয়ানডেতে জয় পেয়ে যা বললেন মাশরাফি

টেস্ট ভরাডুবির পর ওয়ানডেতে এমন পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বিশেষ কিছু বলিনি। স্রেফ বলেছি, হৃদয় উজাড় করে খেলতে, দেশের জন্য খেলতে। (টেস্ট সিরিজে) যা হয়েছে, তা তো হয়ে গেছেই। এটা নতুন সিরিজ। শুরুটা ভালো করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’

উইন্ডিজের মাটিতে ব্যাটসম্যানদের জন্য রান করা খুবই চ্যালেঞ্জিং। প্রথম ওয়ানডেতে তামিম ও সাকিবের ব্যাটিং প্রশংসা করে তিনি বলেন, ‘ব্যাটিং আজ শুরুতে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু তামিম ও সাকিব দারুণ ব্যাট করেছে। সুরটা বেধে দিয়েছে। শেষে মুশির ছোট্ট ইনিংসটি ছিল অসাধারণ।’

উইন্ডিজকে দ্রুত আটকানর জন্য বল হাতে ভালো শুরু চেয়েছিল বাংলাদেশ। এ নিয়ে মাশরাফি আরও বলেন, ‘আমরা জানতাম, শুরুতে ভালো বোলিং করলে এখানে ২৮০ রান তাড়া করা কঠিন। আমাদের চাওয়া ছিল গেইল ও লুইসকে দ্রুত ফেরানো। সেটি হয়েছে। এরপর আমরা চাপটা ধরে রেখেছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে