ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

‘ক্যাপ্টেন মাশরাফি’ দলে থাকলেই সবকিছু বদলে যায়!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১১:৪২:৩৭
‘ক্যাপ্টেন মাশরাফি’ দলে থাকলেই সবকিছু বদলে যায়!

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারলো টাইগারবাহিনী। আর এরই সাথে ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

এ দিনের শুরুতেই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। আর ব্যাট হাতে সাকিব-তামিমের রেকর্ড ২০৮ রানের জুটি আর আর শেষ মুহুর্তে মুশফিকের ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৪ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ।

তামিম নিজের দশম ওডিআই সেঞ্চুরির পর ১৩০ রানে অপরাজিত থাকেন। এছাড়া সাকিব ৯৭ রান ও মুশফিক মাত্র ১১ বলে ৩০ রান করে আউট হন।

জবাবে বল হাতে সবার সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ম্যাশ। ১০ ওভারে ১ মেডেন দিয়ে ৩৭ রানের বিনিময়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। ইনিংসের শুরুতে লুইসকে দিয়ে উইকেট শিকার শুরু করেন মাশরাফি। এরপর উইন্ডিজ অধিনায়ক হোল্ডারকে তুলে নেন। শেষ দিকে রাসেল ও নার্সকে বোকা বানিয়ে নিজের তৃতীয় ও চর্তুথ উইকেট তুলে নেন মাশরাফি বিন মর্তুজা।

এছাড়া বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ ২ টি ও মিরাজ এবং রুবেল একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২৭৯/৪ (৫০ ওভার)(তামিম ১৩০*, এনামুল ০, সাকিব ৯৭, সাব্বির ৩, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ৪*; রাসেল ১/৬২, হোল্ডার ১/৪৭, জোসেফ ০/৫৭ নার্স ০/৩৯, বিশু ২/৫২, মোহাম্মদ ০/১৫)

ওয়েস্ট ইন্ডিজ: ২৩১/৯ (৫০ ওভার)(হেটমায়ার ৫২, গেইল ৩০, জোসেফ ২৯*, বিশু ২৯*।মাশরাফি ৪/৩৭, মোস্তাফিজ ৩৫/২)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে