ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ১১:১৯:২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন তামিম ইকবাল

এদিন ব্যাট হাতে অসাধারণ করেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। রেকর্ড ২০৭ রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে বড় স্কোর গড়তে সাহায্য করেছেন এই দুই ব্যাটসম্যান। এর আগে মাত্র দুবার তাদের জুটি একশ ছাড়িয়েছিল। সর্বোচ্চ রান ছিল ১৪৪। সেখানে আজ ডাবল সেঞ্চুরির স্বাদ পেল তাদের জুটির রান ।

পাশাপাশি এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে বাংলাদেশ পেল ডাবল সেঞ্চুরির জুটির স্বাদ। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ২২৪ রানের জুটি গড়েছিলেন। নিউজিল্যান্ডকে ওই ম্যাচে হারিয়ে বাংলাদেশ খেলেছিল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল।

দ্বিতীয় উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১০ সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দীকি ১৬০ রান করেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। ব্রাভো ও রামদিন করেছিলেন ২৫৮ রান, মাহেলা জয়াবর্ধনে ও উপুল থারাঙ্গা করেছিলেন ২১৩ রান। সাকিব ও তামিমের জুটি জায়গা পেয়েছে তৃতীয় স্থানে।

তিনে নেমে তামিমের সঙ্গে জুটি বেঁধে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন সাকিব। কিন্তু সাকিব আক্ষেপ নিয়ে ফিরেছেন। ৯৭ রানে আউট হন বিশুর বলে। তামিম ভুল করেননি। ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার। অপরাজিত থাকেন ১৩০ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে