ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সিমন্স-স্যামুয়েলসের রেকর্ড জুটি ভাঙ্গলেন সাকিব-তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২২ ২৩:৪৩:৫৯
সিমন্স-স্যামুয়েলসের রেকর্ড জুটি ভাঙ্গলেন সাকিব-তামিম

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ও এনামুল। শুরুতেই আউট হয়ে ফিরে যান এনামুল। এনামুলের আউটের পর সাকিব-তামিমের জুটিতে ঘুড়ে দাড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে নতুন রেকর্ডের সন্ধান পেয়েছেন তারা।

২০১১ সালে বাংলাদেশ ও উইন্ডিজ লড়াইয়ে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন লেন্ডল সিমন্স ও মারলন স্যামুয়েলস। তাদের সর্বোচ্চ রানের জুটিটি ছিল ১১১ রানের। এরপর ২০১৮ সালে গায়নায় উইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই সেই রান অতিক্রম করে গেছেন সাকিব-তামিম জুটি। লেন্ডল সিমন্স ও মারলন স্যামুয়েলসের রেকর্ড জুটি ভেঙে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই জুটি।

বাংলাদেশের একাদশ: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে