ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

উইন্ডিজ বোলারদের ভোগাচ্ছেন তামিম-সাকিব (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২২ ২২:০১:৫২
উইন্ডিজ বোলারদের ভোগাচ্ছেন তামিম-সাকিব (লাইভ দেখুন)

ইনিংসের দ্বিতীয় ওভারেই হোল্ডারের আউট সুইংয়ে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন বিজয়। শুন্য রানেই বিজয়ের ইনিংসের ইতি ঘটান ওয়েস্ট ইন্ডিজ কাপ্তান। বিজয়ের বিদায়ে ক্রিজে নামেন সাকিব আল হাসান।

তামিম দেখেশুনে খেলে গেলেও সাকিব আল হাসান রান বাড়ানোর দায়িত্ব নেন। আক্রমণাত্মক ব্যাটিং করে বোলারকে চাপে ফেলার চেষ্টা করেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারেই বৃষ্টি বাঁধায় ২০ মিনিটের জন্য খেলা বন্ধ করতে হয়।

বৃষ্টির পরে খেলতে নেমে যেন আরও বেশি সতর্ক সাকিব-তামিম। আস্তে আস্তে এগোতে থাকেন তারা। পাওয়ার প্লে তে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। ব্যক্তিগত ১৭ রানে তামিমের ক্যাচ মিস করেছেন শট অঞ্চলে থাকা উইন্ডিজ ফিল্ডার অ্যাশ্লে নার্স।

এরপরে তামিম যখন ২২ রানে ছিলেন তখন অ্যাশ্লে নার্সের স্পিন বলে স্লিপে ক্যাচ দেন তামিম। সেই ক্যাচটি উইকেটরক্ষক শাই হোপের হাঁটু ছুঁয়ে ক্রিস গেইলের হাতের নাগালে গেলেও দুজনের কেউই তা ধরতে পারেননি। তার পরের ওভারে সাকিবের আরেকটি ক্যাচ মিস (স্লিপে) করেন গেইল।এছাড়া সাকিব আল হাসান অনেকগুলো বল খেলে ফেললেও উইকেটে ভালোভাবে থিতু হতে সময় নিচ্ছেন। তিন বার বল তার ব্যাটে লেগে স্ট্যাম্পে লাগতে চেয়েছিল।

তবে এতো বাঁধার পরেও ১৫ ওভারে ৫১ রান তুলতে সমর্থ হয় সাকিব-তামিম। দুজনের ৫০ রানের জুটি তৈরি হয় ১৫ ওভারের মধ্যেই। এরপরের দশ ওভারে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই খেলেছেন তারা। ২৫ ওভারের মধ্যে তাদের রান পৌঁছায় ৯৮ তে।

এখন পর্যন্ত তামিম ৬৮* রান করেছেন । সাকিব ৬৪* রান করেছেন ৬৬। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে এক উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ।

দুজন গড়েছেন একশ রানের জুটি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), অ্যাশ্লে নার্স, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, জেসন মোহাম্মদ, আলজারি জোসেফ।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন , মুস্তাফিজুর রহমান।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে