ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বাবর-ইমামের জোড়া শতকে জিম্বাবুয়েকে ৩৬৫ রানের বড় টার্গেট দিল পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২২ ১৮:৩৭:৫৯
বাবর-ইমামের জোড়া শতকে জিম্বাবুয়েকে ৩৬৫ রানের বড় টার্গেট দিল পাকিস্তান

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আবারো দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হকের ব্যাটে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। মাত্র ২৫ ওভারেই ১৬৮ রান যোগ করে এই জুটি৷

৮৩ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফখর ফিরে গেলেও আজ ফেরানো যায়নি ইমামকে। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১০৫ বলে ১১০ রান করে আউট হন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ ও এই সিরিজের তৃতীয় শতক৷

ইমাম ফিরে গেলে চালিয়ে খেলতে থাকেন বাবর আজম। শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে হাকান এক ঝড়ো সেঞ্চুরি৷ মাত্র ৭৬ বলে ৯ চার ও দুই ছক্কায় দুর্নান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৬৪ রান করে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৩৬৪/৪(৫০) ইমাম- ১১০(১০৫), বাবর – ১০৭(৭৬) ফখর- ৮৫(৮৩)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে