ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অাবারো উইকেট তুলে নিল সানজামুল, ৫ রানের মধ্যে ৫ম উইকেটের পতন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২২ ১৩:০৭:০৪
অাবারো উইকেট তুলে নিল সানজামুল, ৫ রানের মধ্যে ৫ম উইকেটের পতন

তবে এরপরেই আশান প্রিয়াজন এবং সাদী সমরবিক্রম এর ব্যাটিং এ দারুন ভাবে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। দলীয় ১৩৪ রানের মাতায় ৭৫ রান করা সাদী সমরবিক্রমকে অাউট করেন খালেদ। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। একই ওভারেই আরেকটু উইকেট তুলে নেন খালেদ আহমেদ।

এবং পরের ওভারে এসেই আবার দ্রুত ২ উইকেট তুলে নেন সানজামুল ইসলাম। ৫ রান তুলতেই শ্রীলংকার চারটি উইকেট তুলে নেন সানজামুল এবং খালেদ আহমেদ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা দল।

বাংলাদেশ দল : সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আসিফ হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আলামিন, ফজলে রাব্বী, সাইফ হাসান, মিজানুর রহমান, জাকির হোসেন, সাইফুদ্দিন, সোহাগ গাজী এবং সানজামুল ইসলাম।

বাংলাদেশ সফরের জন্য শ্রীলংকা ‘এ’ ওয়ানডে দল : থিসারা পেরেরা – ক্যাপ্টেন, উপুল থারাঙ্গা, দসুন শানাকা – ভাইস ক্যাপ্টেন, লাহিড়ু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, আশান প্রিয়াজন, সাদী সমরবিক্রম, চরিত আসালামা, শম্মু আস্থা, মিন্দ ভানুকা, মালিঙ্গা পুষ্টকুমার, নিশান পিরিস, শেহান মাদুশকা, আসিয়া ফার্নান্ডো, ঈশুর উদানা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে