ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

জীবনের প্রথম ছবিতে কত পারিশ্রমিক পেয়েছেন জাহ্নবী?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২২ ০০:৩৭:৪০
জীবনের প্রথম ছবিতে কত পারিশ্রমিক পেয়েছেন জাহ্নবী?

‘ধড়ক’এ অভিনয় করার জন্য ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক দেয়া হয়েছে জাহ্নবীকে। এমন কী একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন ইশানও। গতকাল মুক্তি পেয়েছে ‘ধড়ক’। প্রথম ছবি কিন্তু অভিনয় বেশ পরিণত শ্রীকন্যা। কিছু কিছু জায়গায় তাল কেটেছে ঠিকই। কিন্তু জানুর আদুরে মুখের কাছে একটু-আধটু ভুল মাফ করাই যায়। এদিকে ইশান খট্টরের মুখের সারল্য চুম্বকের কাজ করবে।

অভিনয়ে জাহ্নবীর থেকে অনেকটাই এগিয়ে সে। মাত্র দুটো ছবিতেই সে প্রমাণ করে দিয়েছে ‘যে পাত্রেই ঢাল না কেন, আমি ওই পাত্রের আকার ধারন করব’।

এদিকে ‘ধড়ক’ দেখার পর অনেকেই বলছেন রিয়েল লাইফেও যদি ইশান-জাহ্নবী প্রেমে পড়েন মন্দ হবে না। সুতরাং জুটি হিট। তবে গল্প সারিয়েছে স্বাদ। ‘সইরাত’-এ কাটকাট মারমার প্লট। কাহিনিতে সাবলীল সাধারণ জীবনকথা। ভারতের সমাজের কঠোর সত্য। সম্মান রক্ষার মিথ্যা অহংবোধে অনার কিলিং। এককথায় বাস্তবকে নিংড়ে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক নাগরাজ। কিন্তু ‘ধড়ক’-এ চিত্রনাট্যে মিসিং মাটির স্বাদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে