ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ফেসবুক-ইউটিউব সেলিব্রেটিদের নিয়ে উপস্থাপনায় শাহতাজ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২২ ০০:২৯:৩১
ফেসবুক-ইউটিউব সেলিব্রেটিদের নিয়ে উপস্থাপনায় শাহতাজ

মডেল ও অভিনেত্রী এই দুই পরিচয়ের বাইরে উপস্থাপক হিসেবেও কাজ করছেন শাহতাজ। সম্প্রতি 'ওয়েব লাইফ উইথ শাহতাজ' শিরোনামে ভিন্ন বিষয়ক নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন শাহতাজ। বাংলাভিশনের পর্দায় প্রতি শুক্রবার ফেসবুক-ইউটিউব থেকে আসা সেলিব্রেটিদের নিয়ে উপস্থাপনায় দেখা যাচ্ছে শাহতাজকে।

তার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন গণমাধ্যমের বাইরে ইউটিউব, ফেসবুক বা কোনো একটি চমকপ্রদ কাজের মাধ্যমে আলোচনায় আসা পজিটিভ কেউ। বর্তমান সময়ের আলোচিত বিষয় নিয়েও আলোচনা হয় এখানে। এরমধ্যে আছে সঙ্গীত, সিনেমা, নাটকসহ অন্যান্য চলমান বিষয়ও।

এ প্রসঙ্গে শাহতাজ বলেন, ‘বেশ ভালো একটি পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানটি করা হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন অনেকেই নিজের মেধা প্রকাশের সুযোগ পাচ্ছেন। যা আমি বেশ ইতিবাচক হিসেবে দেখি। এমন অতিথিদের নিয়েই আমার এই অনু্ষ্ঠান।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে