ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

চাচা ইনজামামের রেকর্ড ভেঙ্গে দিলেন ভাতিজা ইমাম-উল হক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২১ ২০:১৯:২৬
চাচা ইনজামামের রেকর্ড ভেঙ্গে দিলেন ভাতিজা ইমাম-উল হক

এতদিন ওয়ানডেতে ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী জুটির মালিক ছিল শ্রীলঙ্কার দুই ওপেনার উপুল থারাঙ্গা এবং সনাথ জয়সুরিয়া। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ২৮৬ রানের ওপেনিং জুটিটি গড়েছিলেন তারা। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন পাকিস্তানের এই দুই ওপেনার। ৩০৪ রানের ওপেনিং জুটি গড়েন তারা।

এইদিন ১২২ বলে ১১৩ রান করে ইমাম-উল-হক আউট হলে এই জুটিটি ভাঙ্গে। ৫টি চারের মারে এ রান করেন তিনি। অন্যদিকে ১৫৬ বলে ২৪ টি চারে ও ৫টি ছয়ে ২১০ রানে অপরাজিত ছিলেন ফখর জামান।

এতদিন পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে যেকোন উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটি ছিল আমির সোহেল আর ইনজামাম-উল-হকের দখলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯৪ সালে শারজাহতে দ্বিতীয় উইকেটে ২৬৩ রান তুলেছিলেন তারা। এবার সেই রেকর্ডটিই ভেঙে দিয়েছেন ইনজামামেরই ভাতিজা ইমাম-উল হক ও সঙ্গী ফাখর জামান।

অন্যদিকে পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ উদ্ধোধনী জুটির রেকর্ডটি ছিল মোহাম্মদ হাফিজ আর ইমরান ফরহাদের। ২০১১ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২২৮ রানের জুটি গড়েছিলেন তারা। এবার সে রেকর্ডটিই ভেঙ্গে দিলেন ইমাম-ফখর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে