ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২১ ১৬:৫৬:১৫
প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

ফরম্যাটটা যেহেতু ওডিআই তাই টাইগারদের কাছে সমর্থকদের চাওয়াটাও একটু বেশি। কারন ওডিয়াইতে বাংলাদেশ শক্তিশালী দল। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজ জেতা অসম্ভব কিছুনা। ম্যাশ এবং ফিজ দলের সঙ্গে যোগ দেওয়ায় পেস বোলিং ইউনিট এখন অনেকটাই শক্তিধর।

টি২০ এবং টেস্টের পর ওয়ানডেতেও রাহীর অভিষেক অনেকটাই নিশ্চিত।তবে স্পিন এ্যাটাক বৃদ্ধি করলে তার জায়গায় থাকতে পারেন স্পিনার অপু। এছাড়াও প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় একাদশে থাকবেন রুবেল বলাই যায়। আর স্পিন বোলিংয়ে সাকিবের সঙ্গে ২য় স্পিনার হিসেবে একাদশে মিরাজের থাকার সম্ভাবনা বেশি।

অন্যদিকে সাকিব যদি তিনে ব্যাট না করে তাহলে শান্ত`র অভিষেক হতে পারে।আর শেষ দিকে ব্যাটিং ওর্ডারে থাকতে পারেন মোসাদ্দেক।প্রস্তুতি ম্যাচে ১৪ রানে ৪ উইকেট যে চমক দেখিয়েছেন মোসাদ্দেক সে ক্ষেত্রে দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন সাব্বির রহমান।

প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশঃ

১। তামিম ইকবাল২। লিটন দাস৩। সাকিব আল হাসান৪। মুশফিকুর রহিম৫। মাহমুদউল্লাহ রিয়াদ৬। মোসাদ্দেক হোসেন/সাব্বির রহমান৭। মেহেদি হাসান মিরাজ৮। মাশরাফি বিন মুর্তুজা (অধিনায়ক)৯। আবু জায়েদ রাহী/নাজমুল অপু১০। রুবেল হোসেন১১। মোস্তাফিজুর রহমান

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে