ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মহারাজের বোলিং ঘূর্ণিতে কুপোকাত লঙ্কানরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২০ ২৩:৩৫:৩৩
মহারাজের বোলিং ঘূর্ণিতে কুপোকাত লঙ্কানরা

আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই তারা সংগ্রহ করে ১১৬ রান। এরপর ১ রানের ব্যবধানেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ৫৮ রান করে গুনাথিলাকা ও করুনারত্নে আউট হয়েছেন ৫৩ রান করে।

তৃতীয় উইকেটে ডি সিলভাকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি কুশাল মেন্ডিস তিনি ফিরেছেন ২১ রান করে। অল্পরানের ব্যবধানেই অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের (১০) উইকেট হারায় তারা।

এরপর ব্যক্তিগত সর্বোচ্চ ৬০ করে ডি সিলভা ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটসম্যানদের কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ।

তিনি একাই তুলে নিয়েছেন ৮ টি উইকেট। এর মধ্যে দিয়ে উপমহাদেশে প্রথম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন। ভেঙেছেন নিজের আগের সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডও। তাছাড়া দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে তার পরিসংখ্যানটি রয়েছে ৬ নম্বরে।

মুরালীধরণ ও রঙ্গনা হেরাথের পর তৃতীয় বোলার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ৮ উইকেট দখলের কৃর্তী গড়েছেন। এই প্রোটিয়া বাঁহাতি স্পিনারের বোলিং দাপটের কারণে প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান। লঙ্কানদের ১ টি উইকেট নিজেদের দখলে নিয়েছেন কাগিসো রাবাদা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে