ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

আট বছর পর শতরানের উদ্বোধনী জুটি!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২০ ১৫:৫৩:১১
আট বছর পর শতরানের উদ্বোধনী জুটি!

হ্যাঁ! ঘরের মাঠে দীর্ঘ আট বছর পরে শতরানের উদ্বোধনী জুটির দেখা পেয়েছে শ্রীলংকা। এছাড়া সবমিলিয়েও দুই বছর পরে উদ্বোধনী জুটিতে ১০০ রান যোগ করতে পেরেছেন লংকার দুই ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ বছরের এই খরা কাটিয়েছেন দানুশকা গুনাথিলাকা ও দিমুথ করুনারাত্নে।

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নামা লংকানদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার। দুজনই তুলে নেন স্ব-স্ব অর্ধশত। উদ্বোধনী জুটিতে আসে ১১৬ রান। কেশভ মহারাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন করুনারাত্নে। তার ব্যাট থেকে আসে ৫৩ রান। খানিকবাদে কাগিসো রাবাদার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ৫৭ রানে সাজঘরে ফেরেন গুনাথিলাকা।

সবমিলিয়ে ২০১৬ সালে হারারেতে দিমুথ করুনারাত্নে-কুশল সিলভা জুটিতে শতরানের দেখা পেয়েছিল শ্রীলংকা। তারা করেছিলেন ১২৩ রানের জুটি। আর ঘরের মাঠে সবশেষ ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিলকারাত্নে দিলশান-থারাঙ্গা পারানাভিতানা জুটিতে এসেছিল ১০২ রান।

অবশ্য শ্রীলংকার ৩৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে উদ্বোধনী জুটির রেকর্ড যে খুব ভাল তা বলা যায় না। এখনো পর্যন্ত খেলা ২৭৩ টেস্টে মাত্র ২৪ বার উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেয়েছে লংকানরা। উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটাও প্রায় দেড় যুগ আগে করা। ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২০০০ সালে মারভান আতাপাত্তু ও সনাথ জয়াসুরিয়া মিলে করেছিলেন ৩৩৫ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে