ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

টস জিতে পাকিস্তানের দারুন শুরু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২০ ১৫:৪৯:১৫
টস জিতে পাকিস্তানের দারুন শুরু

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০৪। ফখর ৫৭ ও ইমাম ৩৭ রান নিয়ে ব্যাট করছে।

নিজেদের জয়রথ বজায় রাখার মিশনে একাদশে কোন পরিবর্তন আনেনি পাকিস্তান। তবে জয়ের খোঁজে মরিয়া জিম্বাবুয়ে নিজেদের একাদশে করেছে দুইটি পরিবর্তন। প্রিন্স মাসুয়ার ও চামু চিবাবার বদলে একাদশে এসেছেন তিনাশে কামুনহুকামুই ও ডোনাল্ড তিরিপানো।

জিম্বাবুয়ে একাদশ : তিনাশে কামুনহুকামুই, তারিসাই মুসাকান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, পিটার মুর, এল্টন চিগুমবুরা, রায়ান মারে, ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

পাকিস্তান একাদশ : ইমাম-উল-হক, ফখর জামান, বাবার আজম, শোয়েব মালিক, আসিফ আলি, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, ইয়াসির শাহ, জুনায়েদ খান ও উসমান খান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে