ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মিসির আলি হাজির (টিজার)

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২০ ১৩:২৩:১০
মিসির আলি হাজির (টিজার)

মিসির আলি সিরিজের প্রথম বই ‘দেবী’। এতে রানু নামের এক তরুণীর অতিপ্রাকৃতিক অভিজ্ঞতা ওঠে এসেছে। আর রহস্য সমাধানে নামেন মিসির আলি। তিনি কীভাবে সেই রহস্য উদঘাটন করছে তার কিছু ধারণা পাওয়া গেল টিজারে।

অনম বিশ্বাসের পরিচালনায় এ চরিত্রে অভিনয় করেছেন ‘আয়নাবাজি’-খ্যাত চঞ্চল চৌধুরী।

আর এ ভিডিও প্রকাশে বেছে নেওয়া হলো নন্দিত কথা সাহিত্যিকের ষষ্ঠ প্রয়াণ দিবসকে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ৮টায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় এ টিজার।

সিনেমাটিতে রানু চরিত্রে আছেন জয়া আহসান। সরকারি অনুদানের ‘দেবী’র সহ-প্রযোজকও তিনি। টিজার প্রকাশের পর ফেসবুকে জয়া আহসান লেখেন, ‘যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা করে চলেছেন যুক্তিবাদী মিসির আলি। এবার এক আদিম আধিভৌতিক রহস্যের মুখোমুখি তিনি।’

‘দেবী’তে আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।

দেখুন টিজার

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে