ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

রিয়ালে এখন ফ্রি-কিক নেবেন কে?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২০ ১২:২৩:১৯
রিয়ালে এখন ফ্রি-কিক নেবেন কে?

রিয়ালে ৯ বছরে রোনালদো মৌসুম প্রতি গড়ে গোল করেছেন ৫০টি করে। তার বিদায়ে রিয়ালের হয়ে এতো এতো গোল এখন কে করবেন, তা নিয়ে রিয়াল সমর্থকদের আক্ষেপের শেষ নেই। এর মধ্যেই আবার ফুটে উঠল ফ্রি-কিক হাহাকার। রিয়ালে থাকাকালে বেশির ভাগ ফ্রি কিকই রোনালদো নিতেন। তিনি চলে যাওয়ায় প্রশ্ন উঠছে, রিয়ালের হয়ে এখন ফ্রি-কিক নেবেন কে?

রিয়ালের নতুন কোচ জুলিয়েন লোপেতেগুইয়ের জন্য স্বস্তির, বর্তমান খেলোয়াড়দের অনেকেই ফ্রি-কিক নিতে পারেন। গ্যারেথ বেল, মার্কো এসেনসিও, টনি ক্রুস, সার্জিও রামোস, ইসকো এমনকি করিম বেনজেমা, লুকা মড্রিচদেরও ফ্রি কিক দক্ষতা আছে। তবে এঁদের কেউই রোনালদোর মতো ফ্রি-কিক স্পেশালিস্ট নন।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সব সময়ই রিয়ালে ফ্রি-কিক স্পেশালিস্ট ছিলেন। সাম্প্রতিক অতীতের কথাই ধরুণ। রবার্তো কার্লোস, ফার্নান্দো হিয়েরো, ডেভিড বেকহাম, লুইস ফিগো, জিনেদিন জিদানের মতো ফ্রি-কিক স্পেশালিস্টরা ছিলেন। সর্বশেষ ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোও।

কিন্তু তিনি চলে যাওয়ায় সত্যিই রিয়াল এখন বিশেষজ্ঞ ফ্রি-কিকার শূন্য। প্রতিপক্ষের রক্ষণবক্সের কাছাকাছি এলাকায় ফ্রি-কিক পেলেই রোনালদো, গত ৯ মৌসুমে এটাই ছিল বাস্তব চিত্র। ২০০৯ সালে রোনালদো যোগ দেওয়ার পর থেকে গত ৯ বছরে মোট ৬১৯টি ফ্রি-কিক পেয়েছে রিয়াল।

এই ফ্রি-কিকগুলো নিয়েছেন রিয়ালের মোট ২১ জন ভিন্ন ভিন্ন খেলোয়াড়। তবে বেশির ভাগই নিয়েছেন রোনালদো। ৬১৯টি ফ্রি-কিকের ৪৪৪টি ফ্রি-কিকই নিয়েছেন তিনি। মানে শতকরা ৭৪ ভাগ ফ্রি-কিক নিয়েছেন রোনালদো। বাকি ১৭৫টি ফ্রি-কিক নিয়েছেন ২০ জনে।

তার মধ্যে বেল নিয়েছেন ৫৫টি, অধিনায়ক রামোস নিয়েছেন ১৪টি, এসেনসিও ৮টি, ইসকো ৬টি। এছাড়া রাফায়েল ভারানে, টনি ক্রুস ও কাসেমিরোরা নিয়েছেন ২টি করে ফ্রি-কিক। একটি করে ফ্রি-কিক নিয়েছেন মড্রিচ, বেনজেমা, নাচোরা। বাকি ফ্রি-কিকগুলো যারা নিয়েছেন, তারা আগেই ছেড়ে গেছেন রিয়াল।

এই তথ্যের মধ্যে লুকিয়ে রয়েছে আরও একটি ছোট্ট তথ্য। রোনালদো খেলেছেন, এমন ম্যাচে রিয়ালের প্রায় সব ফ্রি-কিকই নিয়েছেন রোনালদো। অন্যরা নিয়েছেন তার অনুপস্থিতিতে। তিনি মাঠে থাকাকালীন অন্যরা ফ্রি-কিক নিয়েছেন কালেভদ্রে, সখের বশে।

শুধু ফ্রি-কিক নেওয়া নয়। ৪৪৪টি ফ্রি-কিক থেকে রিয়ালকে ৩৩টি গোলও উপহার দিয়েছেন রোনালদো। সেই রোনালদো চলে গেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে-এখন কে হবেন রিয়ালের নিয়মিত ফ্রি-কিক টেকার? বেল, এসেনসিও, ইসকোদের উপরই আস্থা রাখবেন কোচ?

রোনালদোর বিকল্প হিসেবে রিয়াল অবশ্য নেইমার, এডেন হ্যাজার্ডদের কেনার চেষ্টা করছে। রিয়াল যদি সেই চেষ্টায় সফল হয়, যদি তাদের কাউকে কিনতে পারে, তাহলে কোচ লোপেতেগুই নিশ্চিন্তে তাদের উপর দায়িত্বটা অর্পণ করবে পারবেন। কিন্তু সেরকম কাউকে যদি দলে ভেড়াতে না পারে রিয়াল। কোচ লোপেতেগুইকে বাধ্য হয়েই আস্থা রাখতে হবে বেল, এসেনসিও, ইসকোদের উপর। আর আস্থা রাখলে তারা পারবেন রোনালদোর ফ্রি-কিক শূন্যতা পূরণ করতে?

উত্তর দেবে সময়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে