ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনাসহ এবারের কোপা আমেরিকায় অংশ নিবে যে দল গুলো…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২০ ১১:৩৭:৪২
ব্রাজিল-আর্জেন্টিনাসহ এবারের কোপা আমেরিকায় অংশ নিবে যে দল গুলো…

আর এই বারের কোপা আমেরিকা আসর বসবে আগামী বছর জুন মাসের ১৪ তারিখ থেকে। যা চলবে জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত।

তবে কথা ছিল ব্রাজিল কোপা আমেরিকা ২০১৯ এ অংশ নেয়ার কথা ছিল ১৬টি দলের। এরমধ্যে ১০টি দল ল্যাতিন আমেরিকার। বাকি দুটি দল আমন্ত্রিত হিসাবে খেলবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পর্তুগাল ও স্পেনের যুক্ত হওয়ার কথা ছিল।

তবে এই চারটি দল না আসায় এবারের আসর ১২টি দল নিয়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোপা আমেরিকা আয়োজক কমিটি। এক্ষেত্রে ১০ টি ল্যাটিন আমেরিকার দল ও ২ টি আমন্ত্রিত দল। এই দুই দল হল কাতার ও জাপান।

কোপা আমেরিকা ব্রাজিল-২০১৯ এ অংশগ্রহনকারী দলগুলো হল:-

১। আর্জেন্টিনা২। ব্রাজিল৩। বলিভিয়া৪। চিলি৫। কলম্বিয়া৬। ইকুয়েডর৭। প্যারাগুয়ে৮। পেরু৯। উরুগুয়ে১০। ভেনিজুয়েলা১১। কাতার১২। জাপান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে