ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

এমবাপের দরজা বন্ধ, নেইমারের খোলা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৯ ২৩:৪২:৫৪
এমবাপের দরজা বন্ধ, নেইমারের খোলা!

একই দিনে স্পেনের জনপ্রিয় টেলিভিশন শো ‘এল ট্র্যানজিস্টর’-এর খবর, কিলিয়ান এমবাপের ক্লাব ছেড়ে বেরোনোর দরজা বন্ধ করে দিয়েছে পিএসজি! ফরাসি ক্লাবটি ফরাসি বিস্ময়বালককে কিছুতেই বিক্রি করবে না। তবে নেইমারের বেরোনোর দরজাটা এখনো খোলা রেখেছে। পিএসজির নতুন কোচ টমাস টাসেল চাইলে নেইমারকে ছেড়েও দিতে পারেন!

মানে নেইমারের দলবদলের পথ এখনো খোলা। শেষ পর্যন্ত পিএসজি তাকে বিক্রি করেও দিতে পারে। না, একেবারে অন্ধকারে ঢিল ছোড়েননি ‘এল ট্র্যানজিস্টর’ প্রোগ্রামের সঞ্চালক। পিএসজির মালিকাধীন প্রতিষ্ঠান কাতারি স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই নাকি তিনি এমন আভাস পেয়েছেন। পিএসজির এই মালিকাধীন প্রতিষ্ঠানটি নেইমারকে ধরে রাখা না রাখার বিষয়টি ছেড়ে দিয়েছে কোচ টাসেলের উপর। পিএসজির জার্মান এই কোচ চাইলে বিক্রি করে দেওয়া হবে নেইমারকে।

উয়েফার আর্থিক ফেয়ার-প্লে নীতির চাপ আছে পিএসজির উপর। গত মৌসুমে বিশাল অঙ্কের টাকায় নেইমার ও এমবাপেকে কেনায় ইউরোপের অনেক ক্লাবই পিএসজির বিরুদ্ধে ফেয়ার-প্লে নীতিভঙ্গের অভিযোগ তুলে। সেই অভিযোগের ভিত্তিতেই উয়েফা পিএসজির উপর নির্দেশ জারি করেছে, অন্তত ১৫৯ মিলিয়ন ইউরোর খেলোয়াড় বিক্রি করতে হবে।

ফেয়ার প্লে নীতির ভারসাম্য রক্ষায় পিএসজিও উয়েফার এই নির্দেশনা মেনে চলতে চাইছে বলেই খবর। কিন্তু পিএসজিতে বর্তমানে যারা আছেন, তাদের মধ্যে নেইমার ও এমবাপে বাদে কোনো ফুটবলারের মূল্যই ১৫৯ মিলিয়ন ইউরো হবে না। সেক্ষেত্রে তাদের একাধিক খেলোয়াড় বিক্রি করতে হবে। কিন্তু কাতারি ইনভেস্টমেন্ট কোম্পানি একাধিক খেলোয়াড় বিক্রি করার চেয়ে একজনকে বিক্রি করাটাকেই নাকি শ্রেয় মনে করছে।

আর একজনের প্রসঙ্গ আসলেই উঠে আসে নেইমার ও এমবাপের নাম। কিন্তু পিএসজি পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তরুণ এমবাপেকে তারা বিক্রি করবে না। বিশ্বকাপে অবিশ্বাস্য জাদু দেখানোয় পিএসজির নতুন কোচ টাসেলও নাকি আর সবার মতোই এমবাপেতে মুগ্ধ। ক্লাবের মনোভাব বুঝে এমবাপেও বলে দিয়েছেন তিনি কোথাও যাবেন না। থাকবেন পিএসজিতেই।

মানে এমবাপের বেরোনোর দরজা বন্ধ। এখন বাকি নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকেও বিক্রি করে দেওয়ার পাকা সিদ্ধান্ত নেয়নি পিএসজি। ‘এল ট্র্যানজিস্টর’-এর সঞ্চালক বলেছেন, পিএসজির মালিকপক্ষ নেইমারের বিষয়টি পুরোপুরি ছেড়ে দিয়েছে কোচ টাসেলের উপর। জার্মান কোচ চাইলে নেইমারকে ধরেও রাখতে পারেন। আবার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন!

এখন টাসেল কি করবেন, সেটা তিনিই ভালো জানেন। তবে নেইমারকে ধরে রাখতে হলে তাকে অন্তত দু-তিনজনকে বিক্রি করতে হবে। এমনকি উয়েফার বেধে দেওয়া ১৫৯ মিলিয়নের হিসেব মেলাতে হলে আরও বেশি সংখ্যক খেলোয়াড়ও বিক্রি করার প্রয়োজন হতে পারে। এই বিষয়টিও তাই নেইমারকে নিলামে তোলার সম্ভাবনাকেই জোরালো করে।

নেইমারকে বিক্রি করার সম্ভাবনা ফুটিয়ে তুলছে আরও দুটি বিষয়। এল ট্র্যানজিস্টরের সঞ্চালক জানিয়েছেন, বিশ্বকাপে নেইমারের পারফরম্যান্সে খুব খুশি নন কিছুদিন আগেই পিএসজির কোচের দায়িত্ব নেওয়া টাসেল। তাছাড়া তিনি এটাও জানেন, নেইমারকে বিক্রি করা মানেই ক্লাব অ্যাকাউন্টে জমা হবে বিশাল অঙ্কের টাকা।

তা থেকে উয়েফার নির্দেশিত ১৫৯ মিলিয়ন ইউরোর ঘাটতি পূরণ করার পরও হাতে বড় অঙ্কের টাকা থাকবে। সেই টাকা দিয়ে কেনা যাবে নতুন কোনো তারকা খেলোয়াড়। এরই মধ্যে পিএসজি নাকি একজনকে পছন্দও করে ফেলেছে। নজরে রেখেছে জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে।

এক দিকে পিএসজিতে নেইমারের বেরোনোর দরজা খোলা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সভাপতির দলবদলে চমক দেখানোর ঘোষণা। দুটো ছবিকে একবিন্দুতে মেলালে কিন্তু এই প্রশ্নই উঠে আসে, তবে কি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন নেইমার? এই মুহূর্তে তাকে কেনার একমাত্র প্রার্থী যে রিয়ালই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে