ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

শ্রীলংকার পরপর দুটি উইকেট তুলে নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৯ ১১:৪৭:৩৬
শ্রীলংকার পরপর দুটি উইকেট তুলে নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর...

প্রথম উইকেট হারানোর পর কিছুটা কিছুটা দিশেহারা হলেও অভিজ্ঞ দুই ব্যাটসম্যান উপল থারাঙ্গা এবং আশান প্রিয়াজন ব্যাটের ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দুজনের ৫৬ রানের এই জুটি ভাঙেন নাঈম হাসান। ২১ রান করা আসান প্রিয়জনকে আউট করেন নাঈম হাসান। দলীয় তেহাত্ত আজানের সময় আবারও উইকেট তুলে নেন নাঈম হাসান।

শম্মু আস্থাকে ১০ রানে আউট করেন তিনি। এরপরই বোলিং কারিশমা দেখেন সানজামুল ইসলাম। অভিজ্ঞ উপল থারাঙ্গা এবং গত ম্যাচের হিরো দসুন শানাকা কে আউট করেন সানজামুল ইসলাম। দলীয় ৯৪ রানের মাথায় ১৭ রান করা দসুন শানাকা এবং দলীয় ১০৩ রানের মাথায় অভিজ্ঞ থারাঙ্গাকে ৪৪ রানে আউট করেন সানজামুল ইসলাম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেটে ২৯ ওভারে ১২৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ এ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন (সি), জাকির হোসেন, আল আমিন, আরিফুল হক, সানজামুল ইসলাম, নঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

বাংলাদেশ সফরের জন্য শ্রীলংকা ‘এ’ ওয়ানডে দল : থিসারা পেরেরা – ক্যাপ্টেন, উপুল থারাঙ্গা, দসুন শানাকা – ভাইস ক্যাপ্টেন, লাহিড়ু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, আশান প্রিয়াজন, সাদী সমরবিক্রম, চরিত আসালামা, শম্মু আস্থা, মিন্দ ভানুকা, মালিঙ্গা পুষ্টকুমার, নিশান পিরিস, শেহান মাদুশকা, আসিয়া ফার্নান্ডো, ঈশুর উদানা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে