ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

হাসপাতালে বেবী নাজনীনের সর্বশেষ অবস্থা...

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ২৩:৩৩:২২
হাসপাতালে বেবী নাজনীনের সর্বশেষ অবস্থা...

জ্বর কখনো কমে, কখনো আবার বাড়ে। মঙ্গলবার সন্ধ্যার পরে জ্বর বেড়ে গেলে রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইমার্জেন্সিতে ডাক্তাররা দেখার পর সাড়ে ৮টার দিকে তাকে ভর্তি করে নেন।

এনাম আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা বেবী নাজনীনকে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে শিল্পীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। হাসপাতালে বেবী নাজনীনের পাশে পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে বাংলা সঙ্গীত জগতে সুরের জাদু ছড়াচ্ছেন বেবী নাজনীন। ‘কাল সারা রাত ছিল স্বপ্নেরই রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘মরার কোকিলে’র মতো অসংখ্য হিট গানের শিল্পী তিনি। গান গেয়েছেন বহু চলচ্চিত্রেও। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে ১৯৯৩ ও ২০০৩ সালে মোট দুইবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতেছেন বেবী নাজনীন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে