ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

শামি প্রচণ্ড যৌন আসক্ত, অভিযোগ স্ত্রী হাসিনের

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ২৩:০২:৫২
শামি প্রচণ্ড যৌন আসক্ত, অভিযোগ স্ত্রী হাসিনের

এর আগে হাসিন শামির বিরুদ্ধে নির্যাতন, পরকীয়া, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। মামলাও হয়। সেই মামলায় চলছে এখনো। এরপর দুজনে আলাদা হয়েছেন। হাসিন নতুন করে ক্যারিয়ার খুঁজছেন মডেলিংয়ে। এরই মধ্যে বলিউডে নিজের প্রথম সিনেমা ‘ফতোয়া’য় কাজ শুরু করেছেন। তারই ফাঁকে এক সাক্ষাৎকারে শামিকে নিয়ে এসব কথা জানিয়েছেন তিনি।

হাসিন নাকি লাইমলাইটে আসতে ছেয়েছেন, তাই শামিকে বিয়ে করেছেন, এমন অভিযোগ এসেছে শামির পরিবার থেকে। এ প্রসঙ্গে হাসিন বলেন, ‘আমি যদি সত্যিই আলোচনায় আসতে চাইতাম, তাহলে কোনো এক টাইকুনকে বিয়ে করতাম। অনেক আগেই মুম্বাই চলে যেতে পারতাম।’

শামিকে নিয়ে বলেন, ‘ও যৌন আসক্তির ম্যানিয়ায় ভোগে। এসব আসলে মুখে প্রকাশ করা সম্ভব নয়।’

ছিলেন মডেল। সেখান থেকে শামিকে বিয়ে ও সংসার করা। সংসার করতে গিয়ে আর মডেলিংয়ের ক্যারিয়ারটা টেনে নেওয়া হয়নি। সেসব দিনের কথাও বলেছেন হাসিন, ‘আমি ঘরের বাইরে যেতে পারতাম না। একটা ঘরের মাঝেই বসে থাকতাম। আমার ওজন বেড়ে ৮০ কেজি হয়েছিল। বাচ্চাদের দেখাশোনা করতে হতো, নিজের উপার্জনের কোনো পথ ছিল না। এর পরও আমি আমার স্বামীকে কেন ডিভোর্স দেব?’

সূত্র: ডেকান ক্রনিকল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে