ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মৌসুমে ৫০টি করে গোল কোথায় পাবে রিয়াল?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ২২:৩৬:০২
মৌসুমে ৫০টি করে গোল কোথায় পাবে রিয়াল?

তো সেই রোনালদো রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে। তার চলে যাওয়ার পর থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রমেই গাঢ় হচ্ছে একটা হাহাকার-মৌসুমে এই ৫০টি করে গোল এখন কোথায় পাবে রিয়াল? রোনালদোর এই গোলগুলো এখন রিয়ালকে কে করে দেবে?

রোনালদো চলে গেছেন। তার বিকল্প খোঁজার সন্ধ্যানে নেমেও পড়েছে রিয়াল। কিন্তু রোনালদোর শূন্যতা পূরণে তাদের প্রধান দুই টার্গেট যারা, সেই নেইমার ও কিলিয়ান এমবাপেকে রিয়াল এ মৌসুমে দলে ভেড়াতে পারবে বলে মনে হয় না। পিএসজি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে নেইমার-এমবাপেকে বিক্রি করবে তারা। এমবাপে নিজেও বলে দিয়েছেন তিনি থাকবেন পিএসজিতেই।

বাকি থাকল নেইমার। এই ব্রাজিলিয়ান তারকা অবশ্য রিয়ালে যোগ দিতে রাজি। কিন্তু তার ইচ্ছাপূরণের রাস্তাটা ক্লাব পিএসজির হাতের মুঠোয় বন্দী। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তিতে রিলিজ ক্লজ নেই। সমস্যাটা এখানেই। কারণ, রিলিজ ক্লজ যদি থাকত এবং রিয়াল যদি সেই টাকা দিয়েই নেইমারকে কিনতে চাইত, পিএসজির করার কিছু থাকত না। কিন্তু রিলিজ ক্লজ নেই।

তার পরিবর্তে বরং শর্তজুড়ে দেওয়া আছে, নেইমারকে দলবদল করতে হলে ক্লাব পিএসজির সঙ্গে সমঝোতা করেই যেতে হবে। মানে নেইমার একার ইচ্ছাতে দলবদল করতে পারবেন না। ক্লাব পিএসজির নিঃশর্ত অনুমোদন লাগবে। কিন্তু গত মৌসুমে অনেক কাঠখড় পুরিয়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে যে সোনার হাস কিনেছে, পিএসজি এতো তাড়াতাড়িই তাকে দলবদলের অনুমতি দিতে রাজি নয়।

এই দুজনের পর রিয়ালের টার্গেট চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড/মিডফিল্ডার এডেন হ্যাজার্ড ও টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন। তবে যাকেই কিনুক, তিনি রোনালদোর মতো মৌসুমে ৫০টি করে গোল করতে পারবেন, এমন দিবা-স্বপ্ন রিয়াল সমর্থকেরা দেখার সাহস পাচ্ছেন না! ফলে হাহাকারটা দিনকে দিন গাঢ়ই হচ্ছে শুধু। সামনের দিনগুলোতে সেই হাহাকার যে আরও বেশি কুণ্ডুলি পাকাবে, সেটাও স্পষ্টই।

ভালোমানের একজন ফরোয়ার্ড কিনতে পারলে তবু কিছুটা রক্ষা হবে। কিন্তু রিয়াল যদি সত্যি সত্যিই প্রত্যাশিত মানের কাউকে পটাতে না পারে, তখন? ভরসার প্রদীপ হবেন সেই করিম বেনজেমা, গ্যারেথ বেলরা, যারা ফর্ম হারিয়ে খুঁজে ফিরছেন নিজেদের।

ফরাসি ফরোয়ার্ড বেনজেমা রোনালদোর সঙ্গে একই বছরই যোগ দেন রিয়ালে, ২০০৯ সালে। মানে রোনালদোর মতো তিনিও বার্নাব্যুতে কাটিয়ে দিয়েছেন ৯ মৌসুম। তাতে তিনি ৪১২ ম্যাচে করেছেন মাত্র ১৯২ গোল। মানে তিনি ম্যাচপ্রতি করেছেন ০.৪৬ গোল! ওয়েলস তারকা বেল ১৮৯ ম্যাচে করেছেন ৮৮ গোলও। তিনিও ম্যাচপ্রতি করেছেন ০.৪৬ গোল।

গোল ভরসা হিসেবে রিয়ালের বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই দুজনের পর আছেন মার্কো এসেনসিও, ইসকো ও লুকাজ ভাজকুয়েজ। এদের গোল করার হার আরও বেশি হতাশাজনক। তরুণ এসেনসিও ৯১ ম্যাচে করেছেন ২১ গোল। ম্যাচপ্রতি ০.২৩ গোল! ইসকো ২৪০ ম্যাচে করেছেন ৪২ গোল। ম্যাচপ্রতি ০.১৭! ভাজকুয়েজ ১৩৬ ম্যাচে করেছেন ১৬ গোল, ম্যাচপ্রতি ০.১১!

নতুন কেউ না আসলে এঁরা হয়তো আরও বেশি বেশি সুযোগ পাবেন। কিন্তু তাদের পক্ষে যে মৌসুমপ্রতি রোনালদোর করা ৫০ গোলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে না, সেটা সহজেই অনুমেয়। হাহাকার নিয়ে রিয়াল সমর্থকেরা তাই বল ঠেলে দিচ্ছেন কর্তাদের কোর্টে। এখন দেখার বিষয়, রোনালদোর ৫০ গোলের ঘাটতি কিভাবে পূরণের চেষ্টা করেন তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে