ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে-উইন্ডিজ প্রস্তুতি ম্যাচে সম্মাননা পাবেন গেইল ও প্যাটারসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ২১:৪২:০২
বাংলাদেশে-উইন্ডিজ প্রস্তুতি ম্যাচে সম্মাননা পাবেন গেইল ও প্যাটারসন

আর এই দুইজনকে দেশের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেয়া হবে বাংলাদেশ বনাম উইন্ডিজ ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর একাদশের প্রস্তুতি ম্যাচের সময়।

আশির দশকে গতিময়, ভয়ঙ্কর এক পেসার ছিলেন প্যাটারসন। তার টেস্ট ক্যারিয়ারে ২৮ ম্যাচে ৯৩ উইকেট ও ৫৯ ওয়ানডেতে ৯০ উইকেট নিয়েছেন প্যাটারসন।

উল্লেখ্য, আগামীকাল জ্যামাইকার স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ওয়েস্ট ইন্ডিজ ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর একাদশের বিপক্ষে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটি সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে। যে ম্যাচের এক ফাঁকে বিশেষ সম্মাননা দেয়া হবে গেইল-প্যাটারসনকে।

এর আগে এই সম্মাননা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, স্যার ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, জেফ্রে ডুজন, ডেসমন্ড হেইন্স, অ্যান্ডি রবার্টস, কোর্টনি ওয়ালশ, কার্টলি এমব্রোস এবং শিবনারায়ণ চন্দরপল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে