ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি চূড়ান্ত বিসিবির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১৯:৩৩:৩৮
জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি চূড়ান্ত বিসিবির

কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিপিএলকে পিছিয়ে আগামী বছরের শুরুর দিকে করার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যদিও এই সিরিজ হওয়ার কথা ছিল আগামী বছর জানুয়ারিতে।

কিন্তু এই সময়ের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর কারণে জিম্বাবুয়ে বিপক্ষে হোম সিরিজে আগামী অক্টোবরেই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সময়সূচিও নাকি চূড়ান্ত করে ফেলেছে ২ বোর্ডের কর্তারা। দুই-একদিনের মধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ বিসিবির পরিচালক নাজিমউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, “খুব শিগগিরই ফাইনালটা পেয়ে যাবেন। বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশন্স ফাইনাল পর্যায়ে রয়েছে। হয়তো আগামী দু’একদিনের মধ্যে লিস্টটা পেয়ে যাবেন।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে