ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজুর রহমানকে আগামী বছর আইপিএল না খেলার পরামর্শ দিলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১৮:১৩:২৬
মুস্তাফিজুর রহমানকে আগামী বছর আইপিএল না খেলার পরামর্শ দিলেন মাশরাফি

যার কারনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। অবশ্য এখন পুরোপুরি ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। তবে আগামী বছর আইপিএলের পরেই ইংল্যান্ডের বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।

আর তাই বিশ্বকাপের জন্যই মুস্তাফিজুর রহমানকে অাইপিএলে না খেলা পরামর্শ দিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে সবকিছুর মুস্তাফিজুর রহমান এর উপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক। বিডিনিউজ২৪কে এক সাক্ষাৎকারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, “এটা ওকেই সবচেয়ে বেশি বুঝতে হবে। নিজের শরীরকে নিজের বোঝাটা জরুরি।

ওর শরীর কতটা নিতে পারবে, সেটা ওকেই বুঝতে হবে। ওর যদি মনে হয়, পরের বছর আইপিএল খেললে ইনজুরড হতে পারে, তাহলে আমি বলব বিশ্বকাপের আগে আইপিএল না খেলতে। যদি ওর মনে হয়, আইপিএলসহ সব খেলেও ফিট থকতে পারবে, তাহলে খেলুক। আমি বা আমরা পরামর্শ দিতে পারি, সিদ্ধান্ত ওকেই নিতে হবে। আমি যেটা বলতে পারি, ওর ফিট থাকা আমাদের জন্য খুব জরুরি। তাহলে একটা জায়গা নিয়ে আমাদের চিন্তা থাকে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে