ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

জিম্বাবুয়েকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১৭:১১:২০
জিম্বাবুয়েকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

জিম্বাবুয়ের দেয়া ৬৮ রানের ছোট টার্গেটে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। তবে এরপর বাকি কাজটুকু করেন ফখর জামান ও বাবর আজম। তাদের ব্যাটে মাত্র ৯.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। ফখর ২৪ বলে ৪৩ ও বাবর ১৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ব্যাট করতে নেমে ফাহিম আশরাফ ও জুনায়েদ খানের বোলিং তোপে ২৫.১ ওভারে মাত্র ৬৭ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের মধ্যে চিবাবা সর্বোচ্চ ১৬ রান করেছেন।

অন্যদিকে পাকিস্তানের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। এছাড়া জুনাইদ খান ২ উইকেট, উসমান খান ১ উইকেট, ইয়াসির শাহ ১ উইকেট এবং শাদাব খান ১ উইকেট নিয়েছেন।

সিরিজের চতুর্থ ওয়ানডে শুক্রবার একই ভেন্যুতে।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, শাদাব খান, হাসান আলি, মোহাম্মদ আমির, উসমান খান।

জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা, প্রিন্স মুসাভারি, হ্যামিলটন মাসাকাদজা, মুসাকান্দা, পিটার মুর, রায়ান মুরে, এলটন চিগম্বুরা, , ওয়েলিংটন মাসাকাদজা, তেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাব্বানি, রিচার্ড এনগারাভা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে