ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

শচীনপুত্র অর্জুনের প্রথম আন্তর্জাতিক উইকেটে কাম্বলির চোখে জল!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১৫:৫৫:১০
শচীনপুত্র অর্জুনের প্রথম আন্তর্জাতিক উইকেটে কাম্বলির চোখে জল!

শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২৪৪ রান সংগ্রহ করে। অর্জুন অবশ্য ১টির বেশি উইকেট পাননি প্রথম ইনিংসে। তবে প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা পাওয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। অভিনন্দন পেয়েছেন বাবার বাল্যবন্ধু বিনোদ কাম্বলির কাছ থেকেও। টুইটারে কাম্বলি অভিনন্দন জানাতে গিয়ে লিখেছেন, অর্জুনকে প্রথম আন্তর্জাতিক উইকেট নিতে দেখে তার চোখে জল এসে গেছে।

বিনোদ কাম্বলি টুইটারে লেখেন, ‘যখন আমি এটি দেখি তখন আনন্দে চোখে জল চলে আসে আমার। তাকে বড় হতে দেখেছি এবং খেলার জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছি।’

কাম্বলি আরো লিখেন, ‘তোমার জন্য এটি বেশি খুশির কিছু না, অর্জুন। এটি সবে শুরু। দোয়া করি, আসছে দিনগুলোতে টন এবং টন পরিমাণ সাফল্য তোমার কাছে ধরা দেবে। প্রথম উইকেট উপভোগ করো।’

শচীন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলির আবির্ভাব একই সঙ্গে। স্কুল ক্রিকেটে সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে ৬৬৪ রানের জুটি গড়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন দুজনে। শচীন নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেলেও পারেননি কাম্বলি। একটা সময় দুজনের সম্পর্কেও টান পড়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে