ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

তিন অভিনেতার এ কী হাল?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১৫:৪৭:৫৯
তিন অভিনেতার এ কী হাল?

মজার ব্যাপার হল একটি ধারাবাহিক নাটকে তাদের দেখা যাবে এমন চরিত্রে। নাটকটির নাম ‘দ্যা গুড দ্যা ব্যাড এন্ড দ্যা আগলি’ বৃহস্পতিবার (১৯ জুলাই ) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক নাটকটি। অনিমেষ আইচ- এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫মিনিটে।

অনিমেষ আইচ জানান, কমেডি ধরণের ধারাবাহিক নাটক ‘দ্যা গুড দ্যা ব্যাড এন্ড দ্যা আগলি’। জয়ন্ত চট্টোপাধ্যায়, ডা. এজাজ ও ফারুক আহমেদ এই তিনজনের তিনটি চরিত্র নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে। এই ধারাবাহিকের গল্পের ধরণটি প্রচলিত ধারাবাহিক থেকে ভিন্ন।

অনিমেষ আরও জানান, উল্লেখিত চরিত্রগুলির ধরণ স্থির রেখে একেকটি নতুন গল্প আবর্তিত হবে (একটি গল্পের ব্যাপ্তি ৫ থেকে ৮ পর্বে সীমাবদ্ধ থাকবে)। যেখানে এই তিনজনের সাথে নানা চরিত্র যোগ বা বিয়োগ হতে থাকবে। প্রতিটি ভিন্ন ভিন্ন গল্পে বড় বড় অভিনয়শিল্পীরা এই নাটকে যুক্ত হবেন। গল্পের উপস্থাপনায় কমেডি থাকলেও প্রতিটি গল্পে একটি ম্যাসেজ দেওয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে