ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সানির বায়োপিক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১৫:৪৬:৪১
সানির বায়োপিক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে

ভারতীয় সংবাদ সংস্থার কাছে অকালি দলের সদস্য মনজিন্দর শীর্ষ বলেন, ‘সানির পেশা নিয়ে আমাদের কিছু বলার নেই। ওটা তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু ও নিজেই যেহেতু কউর পদবীটিকে এক সময় বাতিল করেছে, এখন এটি ব্যবহার করছে কেন? আমরা এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রকে জানিয়েছি হয় এই নাম বদলাতে হবে, না হলে বড় ঝামেলা বাঁধবে।’

প্রসঙ্গত, সানি করণজিৎ কউর ভোরা থেকে নিজের নাম বদল করে সানি লিওন হলেও তার দত্তক কন্যার নামে কিন্তু সানি কউর পদবীটি রেখেছেন। সানির বায়োপিকে থাকছে তার জীবনের অনেক না জানা কথা, যে আর্থিক টানাপোড়েন তাকে পর্নস্টার হতে বাধ্য করেছে সেই গল্প। এখন দেখার বিষয় সানির বায়োপিকে তার পদবী পরিবর্তন করা হয় কী না!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে