ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

অনামুল হক বিজয়ের প্রতি অামি খুবই অন্যায় করেছি : মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১৪:০৯:৪৭
অনামুল হক বিজয়ের প্রতি অামি খুবই অন্যায় করেছি : মাশরাফি

তবে এর অাগে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে যাওয়ার আগে দেশের অনলাইন নিউজ সাইট বিডিনিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেখানে তিনি বলেন আনামুল হক বিজয় কে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তামিম ইকবালের সাথে ওপেনিং এ দেখতে চান।

২০১৫ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন বাংলাদেশ দলের ওপেনার আনামুল হক বিজয়। এরপর এ বছরের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে সুযোগ পান তিনি। তবে ওই সিরিজের ফাইনাল খেলা হয়নি আনামুল হক বিজয়ের। তার পরিবর্তে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবালের সাথে ওপেনিং করেছিলেন মোহাম্মদ মিঠুন।

আর এটাকে বড় ভুল বলে মনে করলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিডিনিউজের সাক্ষাৎকারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আনামুল হক বিজয় কে বাদ দেওয়া নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, “সেটা ভুল ছিল। আমারই ভুল ছিল। কারণ, বলতে গেলে আমার একার সিদ্ধান্তেই ফাইনালে মিঠুনকে খেলিয়েছিলাম। বিজয় আগের ম্যাচগুলো ভালো করেনি, মনে হয়েছিল মিঠুন ক্লিক করতে পারে।

সেটা বিজয়ের প্রতি অন্যায় ছিল, হুট করে ফাইনালে মিঠুনকে খেলানো মিঠুনের প্রতিও অন্যায় ছিল। আমার পরে মনে হয়েছে, আমার জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল। ক্রিকেটে সব সিদ্ধান্ত সব সময় ক্লিক করবে না, সেটাও মানতে হবে। সেই ভুলই এখন শোধরাতে চাই। বিজয় এবার আবার সুযোগ পাবে খেলার। সে কাজে লাগালে দলের খুব ভালো হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে