ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আইসিসি অফিসিয়াল পেজের ‘কাভার ফটোতে’ শোভা পাচ্ছে সালমা-রোমানারা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ১১:১৯:১৩
আইসিসি অফিসিয়াল পেজের ‘কাভার ফটোতে’ শোভা পাচ্ছে সালমা-রোমানারা!

গত এক মাসে নারী টাইগাররা জিতেছে ৩ টি ট্রফি। গত মাসে মালয়েশিয়া থেকে এশিয়া কাপের সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরেছিল টিম টাইগ্রেস। নারী বিশ্বকাপ বাছাই পর্বের আগে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ২-১ সিরিজ জিতে আরেকটি ট্রফি বগলদাবা করে সালমা খাতুনের দল। আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন রুপালি রংয়ের ট্রফি।

আর এই দুর্দান্ত সব অর্জনের সম্মান স্বরুপ এবার আইসিসির অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেজের কাভার ফটোতে শোভা পেয়েছে বাংলাদেশ নারী দলের ট্রফি হাতে উদযাপনের ছবি।

আসলেই এটা অনেক বড় অর্জন যা বাংলাদেশ নারী দলকে সামনে আরো ভাল করার অনুপ্রেরণা যোগাবে সামনের নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ভালো কিছু করার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে